১৫০টি গুরুত্বপূর্ণ ইংলিশ প্রবাদ বাক্য (Proverbs) বাংলা অর্থ সহ।

যে কোন প্রতিযোগিতা মূলক পরীক্ষার ইংলিশ বিষয়ের জন্য তো অবশ্যই প্রয়োজন হবে ... ১। নাচতে না জানলে উঠান বাঁকা। = A bad workman quarrels...


যে কোন প্রতিযোগিতা মূলক পরীক্ষার ইংলিশ বিষয়ের জন্য তো অবশ্যই প্রয়োজন হবে ...

১। নাচতে না জানলে উঠান বাঁকা।
= A bad workman quarrels with his tools.

২। গাছের দশটা থেকে পাতের একটাই ভাল ।
= A bird in hand is worth two in the bush.

৩।  ন্যাড়া একবারই বেলতলায় যায়।/ ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় ।
= A burnt child always fears fire.

৪। কই মাছের প্রাণ শক্ত বড়।
= A cat has nine lives.

৫।  ধরি মাছ না ছুঁই পানি।
= A cat loves fish but is loath to wet her feet.

৬। ডুবন্ত মানুষ খড়কুটো পেলেও আঁকড়ে ধরে ।
= A drowing man catches at a straw.

৭। অল্পবিদ্যা ভয়ঙ্করী ।
= A little learning is a dangerous thing.

৮।  সময়ের এক ফোড় অসময়ের দশ ফোড়।
= A stitch in time saves nine.

৯। ফলেই পরিচয় ।
= A tree is known by its fruit.

১০। দুর্ভাগ্যই অনেক স্থানে সৌভাগ্যের মুল।
= Adversity often leads to prosperity.

১১। দুঃখের পর সুখ আসে।
= After cloud comes fair weather.

১২। চোর পালালে বুদ্ধি বাড়ে।
= After death comes the doctor.

১৩। নুন আনতে পান্তা ফুরায়।
= After meat comes mustard.

১৪। যত হাসি তত কান্না।
= After sweetmeat comes sauce.

১৫। অতি লোভে তাঁতি নষ্ট।
= All covet , all lost.

১৬। নানা মুনির নানা মত।
= All feet tread not in one shoe.

১৭। নিজের জিনিস সকলেই ভাল দেখে।
= All his geese are swans.

১৮। চক্ চক্ করলেই সোনা হয় না।
= All that glitters is not gold.

১৯। শেষ ভাল যার সব ভাল তার।
= All's well that ends well.

২০। যেমনি বুনো ওল তেমনি বাঘা তেঁতুল। যেমন কুকুর তেমন মুগুর।
= As is the evil , so is the remedy.

২১। যেমন কর্ম তেমন ফল ।
= As you sow, so shall you reap.

২২। মাথা নেই তার মাথা ব্যাথা।
= Bachelor's wife and maid's children are always well taught.

২৩। যত গর্জে তত বর্ষে না ।
= Barking dogs seldome bite.

২৪।  বিয়ে করতে কড়ি আর ঘর বাধতে ছড়ি।
= Before you marry , be sure of a house where in to tarry.

২৫। ন্যাংটার নেই বাটপারের ভয়।
= Beggar may sing before a pick-pocket.

২৬। ভিক্ষার চাল কাঁড়া আর আকাড়াঁ।
= Beggars must not be choosers.

২৭। কু-সঙ্গে থাকার চেয়ে একা থাকা ভাল।
= Better alone than in bad company.

২৮।  দুষ্ট গরুর চেয়ে শুন্য গোয়াল ভাল।
= Better an empty house than an ill tenant.

২৯। চোরে চোরে মাসতুতো ভাই।
= Birds of a same feather flock together.

৩০। কয়লা ধুলেও ময়লা যায় না।
= Black will take no other hue.

৩১। আকাশ কুসুম রচনা করা।
= Build castle in the air.

৩২। স্পষ্টা স্পষ্টি কথা বলা।
= Call a spade a spade.

৩৩। তেলে মাথায় তেল দেওয়া।
= Carry coal to Newcastle.

৩৪। উলু বনে মুক্তা ছড়ানো।
= Cast pearls before swine.

৩৫। আগে ঘর , তবে তো পর ।
= Charity begins at home.

৩৬।  সস্তার তিন অবস্থা।
= Cheap goods are dear in the long run.

৩৭। উঠন্তি মুলো পত্তনেই চেনা যায়।
= Child is father to the man.

৩৮। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা।
= Cut off one's nose to spite one's face.

৩৯। আয় বুঝে ব্যয় কর।
= Cut your coat according to your cloth.

৪০।  চোরে না শুনে ধর্মের। কাহিনী।
= Devil would not listen to the scripture. / You can't reform a rogue.

৪১। পরিশ্রমই সৌভাগ্যের মূল।
= Diligence is the mother of good luck.

৪২। পরিশ্রমই সৌভাগ্যের প্রসূতি।
= Diligence is the mother of good luck. / Industry is the mother of success.

৪৩। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।
= Do or die / Risk all to win.

৪৪। খালি (শুণ্য) কলসী বাজে বেশী ।
= Empty vessels sound much.

৪৫। অসারের তর্জন গর্জনই সার / শুন্য কলসী বাজে বেশি।
= Empty vessels sound much. / Too much talk ends nothing.

৪৬। চাচা আপন প্রাণ বাঁচা।
= Every man is for himself.

৪৭।  ভাগের মা গঙ্গায় পায় না।
= Everybody's business is nobody's business.

৪৮। উপদেশের চেয়ে দৃষ্টান্ত ভাল।
= Example is better than percept.

৪৯।  বেশি মাখামাখি করলে মান থাকে না।
= Familiarity breeds contempt.

৫০। যাকে দেখতে নারি , তার চলন বাঁকা।
= Faults are thick where love is thin.

৫১। কথায় চিড়ে ভিজে না।
= Fine words butter no parsnips.

৫২। হাতী ঘোড়া গেল তল , পিঁপড়া বলে কত জল / বিজ্ঞ যেথা ভয় পায় , অজ্ঞ সেথা আগে ধায়।
= Fools rush in where angels fear to tread.

৫৩। লাই দিলে কুকুর মাথায় ওঠে / বসতে পেলে শুতে চায়।
= Give him an inch and he'll take an ell.

৫৪।  পেটে খেলে পিঠে সয়।
= Give me roast meat and beat with the spit.

৫৫। ঈশ্বর তাদেরই সাহায্য করেন যে নিজেকে সাহায্য করে।
= God helps those who help themselves.

৫৬। স্বাবলম্বী লোকদের ঈশ্বর সাহায্য করেন।
= God helps those who help themselves. / God favours those who spare no pairs.

৫৭। চেনা বামুনের পৈতা লাগে না।
= Good wine needs no bush.

৫৮। আঙ্গুর ফল টক / পেল না তাই খেল না।
= Grapes are sour.

৫৯। অতি লোভে তাঁতী নষ্ট। লোভে পাপ , পাপে মৃত্যু।
= Grasp all , lose all.

৬০। ফ্যান দিয়ে ভাত খায় , গল্পে মারে দই।
= Great boast , small roast.

৬১। সুন্দর তাই যা সুন্দররা করে।
= Hamdsome is as handsome does.

৬২। পরের মন্দ করতে গেলে নিজের মন্দ আগে ফলে।
= Harm hatch, harm catch.

৬৩। ভয় করলে ভয় আপনি এসে পড়ে।
= Harm watch, harm catch.

৬৪। আপনি শুতে ঠাঁই পায় না শঙ্করাকে ডাকে।
= He who has nothing to spare must not keep a dog.

৬৫। আকাশের দিকে থুথু ফেললে আপনার গায়েই লাগে।
= He who spits against the wind spits against his own face.

৬৬। সততাই সর্বোত্কৃষ্ট পন্থা।
= Honesty is the best policy.

৬৭। ক্ষুধা পেলে বাঘে ধান খায়।
= Hunger gives taste to foods.

৬৮। খিদে থাকলে আলুনিও রোচে।
= Hunger is the best sauce.

৬৯। পাপের ধন প্রায়শ্চিত্তে যায়।
= Ill got, ill spent.

৭০। কুঁড়ের অন্ন হয় না।
= Indolence is the mother of poverty.

৭১। অনভ্যাসের ফোঁটা কপালে চড়চড় করে।
= It takes time to get used to things.

৭২। এক হাতে তালি বাজে না।
= It takes two to make a quarrel.

৭৩।  যাকে রাখ সেই রাখে।
= Keep the shop, and the shop will keep thee.

৭৪। ইল্লোত যায় না ধুলে , স্বভাব যায়না মলে।
= Leopard cannot change its spats.

৭৫। গতস্য শোচনা নাস্তি।
= Let bygones be bygones.

৭৬। যেমনি বাপ , তেমনি বেটা।
= Like father, like son. 

৭৭।  ভাবিয়া করিও কাজ।/ দেখে শুনে পা বাড়াও।
= Look before you leap.

৭৮। তিলকে তাল করা।
= Make a mountain of a mole hill.

৭৯। ঝোপ বুঝে কোপ মার।
= Make the best of an opportunity / Make hay while the sun shines.

৮০। মানুষ ভাবে এক , হয় আর এক।
= Man proposes, God disposes.

৮১।  রাই কুড়াতে কুড়াতে বেল হয়।
= Many a little make a mickle.

৮২।  বিন্দু বিন্দু জলে সিন্ধু হয়।
= Many drops make a shower.

৮৩। যত মানুষ , তত মত।
= Many men, many minds.

৮৪।  জোর যার মুলুক তার।
= Might is right.

৮৫। বিপদ কখনো একা আসে না।
= Misfortune never comes alone.

৮৬। প্রয়োজনই আবিস্কারের প্রসুতি।
= Necessity is the mother of invention.

৮৭। আতুরে নিয়ম নাস্তি /প্রবাসে নিয়মে নাস্তি/প্রয়োজন কোন আইন মানে না।
= Necessity knows no law.

৮৮। কারো পৌষমাস , কারো সর্বনাশ।
= Nero fiddles while Rome burns.

৮৯।  কষ্ট না করলে কেষ্ট মেলে না।
= No pains, no gains.

৯০। কিছু রটে তো কিছু বটে।
= No smoke without fire.

৯১। অবলার মুখই বল।
= None can control a woman's tongue.

৯২। সফল হলে লোকে সফল বলে।
 = Nothing succeeds like success.

৯৩।  সে রামও নেই , সে রাজত্বও নেই।
= the times, O the manners.

৯৪। আপন চরকায় তেল দাও।
= Oil your own machine.

৯৫। যার ধন তার ধন নয় , অন্যে খায় দই।
= One beats the bush, another catches the bird. / One sows another reaps.

৯৬।  উদোর পিন্ডি বুধোর ঘাড়ে।
= One doth the scath, another hath the scorn.

৯৭।  এক মাঘে শীত যায় না।
= One swallow does not make a summer.

৯৮।   নামমাত্র প্রমাণে সত্য নির্ণয় নির্বোধের কাজ।
= One swallow does not make a summit.

৯৯। কাঁটা দিয়ে কাঁটা তোলা।
= One thorn drives away another.

১০০। অন্তরঙ্গ বন্ধুদ্বয়।
= Pair of devoted friends.

১০১। বজ্র আঁটুনি ফস্কা গেরো।
= Penny wise , pound foolish.

১০২। ঘষতে ঘষতেই ধার ওঠে।
= Practice makes perfect.

১০৩।  অতি দর্পে হত লঙ্কা।
= Pride goeth before a fall.

১০৪। রোম সাম্রাজ্য একদিনে তৈরি হয় নি , বড় কাজ এক নিমেষে হয় না।
= Rome was not built in a day.

১০৫। বল্ বল্ বাহু বল্।
= Self help is the best help.

১০৬।   অল্পবিদ্যা ভয়ঙ্করী
= Shallow knowledge turns one's head.

১০৭। কারো পৌষ মাস কারো সর্বনাশ।
= Some have the hop some stick in the gap.

১০৮।  নাই মামার চেয়ে কানা মামা ভাল।
= Something is better than nothing.

১০৯।  আয় বুঝে ব্যয় কর।
= Spend within your means.

১১০।  ঝোপ বুঝে কোপ মার।
= Strike the iron while it is hot.

১১১।  উঠতি মূলো পত্তনেই চেনা যায়।
= The child is father to the man.

১১২। আলোর নীচেই অন্ধকার।
= The near the church, the further from God.

১১৩। মরা হাতির দাম লাখ টাকা।
= The very ruin of greatness are great.

১১৪। না আঁচলে বিশ্বাস নেই।
= There is many i slip between the cup and the lip.

১১৫। যেমন কর্ম তেমন ফল / ইটটি মারলে পাটকেলটি খেতে হয়।
= Tit for tat.

১১৬।  আগুনে ঘৃতাহুতি দেওয়া।
= To add fuel to the fire.

১১৭।  সাবধানের মার নেই।
= To be forewarned is to be forearmed.

১১৮। এক মুখে দুই কথা।
= To blow hot and cold in the same breath.

১১৯।  মশা মারতে কামান দাগা।
= To break a butterfly upon a wheel.

১২০।  উলুবনে মুক্তা ছড়ানো।
= To cast pearls before swine.

১২১। কালনেমির লঙ্কা ভাগ (গাছে কাঁঠাল গোঁফে তেল।
= To count one's chickens before they are hatched.

১২২। মানুষ মাত্রই ভুল করে।
= To err is human / To men is error.

১২৩।  তিলকে তাল করা।
= To make mountain of a mole hill.

১২৪।  কিল খেয়ে কিল চুরি করা।
= To pocket an insult.

১২৫। মরার উপর খাঁড়ার ঘা।
= To pour water on a drowned mouse / To slay the slain.

১২৬। একের ধন কেড়ে অপরকে দান করা।
= To rob Peter to pay Paul.

১২৭। কাঁটা দিয়ে কাঁটা তোলা।
= To set a thief to catch a thief.

১২৮। গাছে কাঁঠাল গোঁফে তেল।
= To sound the trumpet before victory.

১২৯। হাটে হাড়ি ভাঙ্গা।
= To wash one's dirty linen in public.

১৩০। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।
= Too many cooks spoil the broth.

১৩১।  অতি ভক্তি চোরের লক্ষণ।
= Too much courtesy , too much craft.

১৩২। একতাই বল।
= Unity is strength.

১৩৩।   অপচয় করো না , অভাব হবে না।
 = Waste not, want not.

১৩৪। সাত মণ তেলও পুড়বে না , রাধাও নাচবে না।
= We shall catch larks when the sky falls.

১৩৫। বামুন গেল তো লাঙ্গল তুলে ধর।
= When the cat is away, the mice will play.

১৩৬। ইচ্ছা থাকলে উপায় হয়।
= Where there is a will , there is a way.

১৩৭। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ।
= Where there is life there is hope.

১৩৮। ইচ্ছা থাকলে উপায় হয়।
= Where there is the will there is the way.

১৩৯। যম্মিন দেশে যদাচার।
= While in Rome, do as Romans do.

১৪০। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ।
= While there is life there is hope.

১৪১।  মেও ধরে কে?
= Who is to bell the cat?

১৪২।  শুধু কথায় পেট ভরে না।
 = Wishes never fill the bag.


আরও প্রবাদবাক্যেঃ
* প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রবাদবাক্য
* প্রবাদবাক্য সম্পর্কে প্রশ্ন করুন এখানে

COMMENTS

Ads - Federal Holidays Bank Info Unlock Code Samsung Reset CodeLink World Answers Mode IT Info World
Name

Abbreviation,29,ABC of Education,21,Admission,1,Art and Culture,2,Bangla,7,Bangla Moral Story,1,Bangla Poem,12,Bangla Story,2,BCS Question Bank,2,best Friend quotes,1,Best friendship quote's for best friend,1,Biography,5,Biology,31,Birthday Quotes,1,Books,1,Chemistry,1,chrismas quotes,1,christmas day,3,Christmas days greetings,3,Christmas quotes,1,Christmas Quotes,2,Common Mistakes in English,2,companion,1,Composition,2,Cute Quotes,1,cute relationship quotes,2,cute romantic quotes for him,1,Daily Blog Tips,16,Daily Writing Tips,12,Definition,20,Domain - Hosting,5,eBook,1,Education News,15,English Essay Writing,3,English Grammar,31,English Letter Writing,1,English Paragraph Writing,2,English Report Writing,1,English Vocabulary,1,English Word Meaning,2,Ethics,2,Famous Christmas Quotes,1,Famous Friendship quotes,2,Famous Funny Christmas Quotes,1,Famous Funny Love Quotes,3,famous funny quotes,3,Famous Short Funny Love Quotes,3,Favorite quotes on Love and Romance,1,friend quotes,2,friendship,1,friendship quotes,4,Friendship Quotes,3,friendship quotes of Albert Camus,1,Friendship Quotes of Aristotle,1,Friendship quotes of Euripides,1,funny chrismas quotes,1,funny Christmas quotes,2,funny friendship quotes,3,Funny Love Quotes,3,funny movie quotes,3,Funny Quotes,6,funny quotes and sayings,3,General Knowledge,4,general knowledge and answers,3,general knowledge on invention for admission test,3,general knowledge on invention for bcs,3,General Knowledge on The Eye,2,General Knowledge on The Human Body,19,General Knowledge on World or Universe,1,general knowledge questions and answer,1,general knowledge quiz question,3,general knowledge quiz question with answer gk on invention,3,General Knowledge Quiz Questions with Answers,31,GK om The Mouth,1,GK on About The Bones,5,GK on About The Eare,1,GK on About The Eye,2,GK on About The Nose,1,GK on About the use of Tobacco,1,GK on Biology,3,GK on Famous Explorers,3,GK on International Organizations,1,GK on Inventions and Discoveries,1,GK on Limbs and Joints of Human Body,1,GK on The lungs and respiration,2,GK on The Digestive Organs and Digestion,2,GK on the medical discoveries,2,GK on The Muscles,1,GK on The Nervous System,2,GK on The skin,1,GK on united nation organization,1,GK on United Nations,1,GK on World or Universe,1,Guest Post,10,Health Insurance Quotes,1,History,5,History of USA,2,How to,3,Idioms and Phrases,1,Inspirational Quotes,2,Insurance Quotes,1,International Headquarters,2,International Organizations,2,International Organizations and their Headquarters,2,Inventions and Discoveries,4,Isaac Newton,1,Islamic Bangla Story,1,Islamic Life,5,Islamic Life Bangla,1,Job News,1,Kazi Nazrul Islam,11,Knowledge,1,Knowledge World,3,Learn English,5,learn general knowledge online,3,Learning Quran,6,long distance relationship quotes,2,love,2,Love amp; Romantic Quotes,7,Love and Romantic Quotes,1,Love Quotes,6,love quotes for him,2,love quotes for wife,1,Love quotes of Henri Nouwen,1,Moral Stories,1,Most famous romantic love Quotes,1,Most Favourite Love and Romantic Quotes,1,Most romantic love quotes,1,Most romantic love quotes for wife or girlfriend of Aristotle,1,Moulana Tariq Jameel,1,Muhammad (SAW),3,National Anthem Collection,1,New Words,2,online gk,3,Organizations and their Headquarters,2,Organizations Headquarters,2,philosophy,3,Physical Education,6,Proverbs,1,Quotes,8,quotes about relationships,2,real relationship quotes,2,relationship quotes,2,Romantic love quotes,3,romantic love quotes for girlfriend,1,romantic love quotes for him,2,romantic Love quotes for sweet heart,1,romantic love quotes for wife amp; girlfriend,1,romantic love quotes for wife or girlfriend,2,Romantic Quoted,1,romantic quotes,2,Romantic Quotes of Henri Nouwen,1,Sarat Chandra Chattopadhyay,1,Scholarship,2,School,1,Science,7,Scientist,1,second existence,1,Sentence,1,SEO,5,short friendship quotes for best friends forever,1,short funny love quotes,6,Short Funny Quotes,3,Short Love Quotes,3,Spelling Skills,1,Sports Knowledge,12,SSC Result,1,Story,1,Summary Writing in English,1,Synonyms and Antonyms,2,Technology,7,Tense,4,Top friendship quotes,1,top funny chrismas quotes,1,Top Funny Christmas Quotes,2,Top Love Quotes,1,Top Romantics Quotes,1,University,13,Verb,1,Video,3,Vocabulary,6,W.B. Yeats romantic love quotes,1,Website,10,William Butler Yeats quotes,1,Word Meaning,10,WordPress,11,World History,1,Writing Skills,6,ইসলামী জীবন বিধান,2,গণিত,3,
ltr
item
Knowledge World: ১৫০টি গুরুত্বপূর্ণ ইংলিশ প্রবাদ বাক্য (Proverbs) বাংলা অর্থ সহ।
১৫০টি গুরুত্বপূর্ণ ইংলিশ প্রবাদ বাক্য (Proverbs) বাংলা অর্থ সহ।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyDMJ2icrW3Piq9t0mFnisYCVOT0vQr2KBOEu15LZ3ZQ3FVpQULyqCK6x1M1xNLurcBXDaPU0x4VviOLDOO9c-SxGvLryIch0rd_KemvMOoxUxSmGlSqDBSxmhHOe-jgaUFepuhPzYL4Q/s640/Bangla+proverbs.jpeg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyDMJ2icrW3Piq9t0mFnisYCVOT0vQr2KBOEu15LZ3ZQ3FVpQULyqCK6x1M1xNLurcBXDaPU0x4VviOLDOO9c-SxGvLryIch0rd_KemvMOoxUxSmGlSqDBSxmhHOe-jgaUFepuhPzYL4Q/s72-c/Bangla+proverbs.jpeg
Knowledge World
https://www.knowledgeworldbd.com/2020/06/proverbs.html
https://www.knowledgeworldbd.com/
https://www.knowledgeworldbd.com/
https://www.knowledgeworldbd.com/2020/06/proverbs.html
true
2108423075531647583
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content